পাইথনে OS
OS মডুইল অপারেটিং সিস্টেম ফাংশনালিটি নিয়ে কাজ করতে সাহায্য করে। এই মডুইল দিয়ে ডিরেক্টরি লিস্ট দেখা যায়, ডিরেক্টরি তৈরি করা যায়, ডিরেক্টরি অপসারণ করা যায়, বর্তমানে কর্মরত ডিরেক্টরি পাথ পাওয়া যায়।
os.listdir()
import os
os.listdir('Desktop')
# এটি ডেস্কটপের অন্তর্ভুক্ত সকল ফাইল ও ফোল্ডারের লিস্ট দেখাবে।
os.mkdir()
import os
os.mkdir('mydir')
# এটি mydir নামে নতুন একটি ডিরেক্টরি তৈরি করবে।
os.rmdir()
import os
os.rmdir('mydir')
# এটি mydir নামে ডিরেক্টরিটি ডিলিট/অপসারণ করবে।
os.getcwd()
import os
os.getcwd()
# এটি বর্তমানে কর্মরত ডিরেক্টরির পাথ প্রদান করবে।
Comments