less than 1 minute read

পাইথন ফাংশনে আমরা যদি আর্গুমেন্টের সংখ্যা সম্পর্কে অবগত না থাকি তবে আমরা দুই ধরণের স্পেশাল আর্গুমেন্ট পাস করাতে পারি।

  • *args
  • **kwargs

*args

কোন ফাংশনে আমরা যদি ভেরিয়েবল সংখ্যক নন-কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করাতে চাই সেক্ষেত্রে *args ব্যবহার করতে হবে।

নন-কিওয়ার্ড আর্গুমেন্ট (non-keyword argument): যে সকল আর্গুমেন্টের সাথে আইডেন্টিফায়ার থাকেনা সেগুলোকে নন-কিওয়ার্ড আর্গুমেন্ট বলে। যেমনঃ

def add(name, age): return name, age

এই ফাংশনে name, age কি ধরণের আর্গুমেন্ট আমরা জানিনা।

*args উদাহরণঃ

def add(*args):
  total = 0
  for arg in args:
    total += arg
  return total

total = add(1, 2, 3, 4, 5)
# output: 15

**kwargs

কোন ফাংশনে আমরা যদি ভেরিয়েবল সংখ্যক কিওয়ার্ড আর্গুমেন্ট পাস করাতে চাই সেক্ষেত্রে **kwargs ব্যবহার করতে হবে।

কিওয়ার্ড আর্গুমেন্ট(keyword argument): যে সকল আর্গুমেন্টের সাথে আইডেন্টিফায়ার থাকে সেগুলোকে কিওয়ার্ড আর্গুমেন্ট বলে। যেমনঃ

def add(name="John", age=20): return name, age

এই ফাংশনে name, age কি ধরণের আর্গুমেন্ট আমরা জানি।

**kwargs উদাহরণঃ

def user(**kwargs):
    for k, v in kwargs.items():
        print(f"{k}: {v}")

user(name="John", age=22, email="example@gmail.com")
# output:
# name: John
# age: 22
# email: example@gmail.com

Comments